শপিফাই কী?

শপিফাই কী?

  • Monday, 23rd October, 2023
  • 04:51am

শপিফাই হচ্ছে একটি হোস্টেড ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার যেটা ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ই-কমার্স ব্যবসা শুরু করতে পারবেন অথবা অনলাইন শপ দিতে পারবেন। এই প্লাটফর্মটি ব্যবহার করলে আপনি অতি সহজে আপনার একটি অনলাইন শপের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আপনার অনলাইন শপে বিক্রয় হওয়া পণ্যের মূল্য অনলাইনেই গ্রহণ করতে পারবেন। তাছাড়া অনলাইন শপে মজুদকৃত পণ্যের হিসাবও রাখতে পারবেন।

 

একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সকল প্রকার কাজ সম্পন্ন করতে পারবেন ওয়েবসাইটের যেকোনো অংশের টেকনিক্যাল বিষয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই। আপনি যদি শপিফাই ব্যবহার করে আপনার ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনাকে ওয়েবসাইটের সিকিউরিটি, আপডেট, ব্যাকআপ ইত্যাদি বিষয়সমূহ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আপনি শুধুমাত্র ব্যবসার অন্য সকল বিষয় নিয়ে চিন্তা-ভাবনা যেমন নতুন নতুন পণ্য বা সেবা দেওয়ার পদ্ধতি ইত্যাদি খুঁজে বের করবেন।

 

শপিফাইতে খরচ

 

শপিফাই ব্যবহার করে অনলাইন শপ দেওয়া খুবই সহজ। তাদের শুরুর বেসিক প্ল্যানের জন্য আপনাকে প্রতি মাসে ব্যয় করতে হবে ২৯ ডলার এবং প্রতি মাসে ৭৯ ডলার ও ২৯৯ ডলার প্রদানের মাধ্যমে বেসিক প্ল্যান থেকে যথাক্রমে শপিফাই প্ল্যান এবং এ্যাডভান্স শপিফাই প্ল্যানে আপগ্রেড করতে পারবেন।

শপিফাইয়ের প্রতিটি প্ল্যানে আপনি পাবেন একটি ডোমেইন, সিকিউরিটি সকেটস লেয়ার (এসএসএল) এবং ওয়েব হোস্টিং। তবে শপিফাই বেসিক প্ল্যানে যে সকল ফিচার পাবেন সেগুলো ব্যবহার করে আপনি নতুন অনলাইন শপ শুরু করতে পারবেন খুব সহজে।

 

বেসিক প্ল্যান ব্যবহার করে আপনি যদি অনলাইন শপ শুরু করেন তাহলে আপনি ওয়েবসাইটে অসংখ্য পণ্য যুক্ত করতে পারবেন, দুইটা ইউজার এ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, আনলিমিটেড ফাইল স্টোরেজসহ আরো অনেক কাজ করতে পারবেন। তবে বেসিক প্ল্যানে আপনি অন্য কোনো পক্ষের টুলস ও এ্যাড-অনস যুক্ত করতে পারবেন না। আপনি যদি আপনার ব্যবসাকে ভালো পর্যায়ে নিতে চান তাহলে তৃতীয় কোনো পক্ষের টুলস বা সেবা ব্যবহার করতে হবেই।

 

তাছাড়া আপনার ব্যবসা যত বাড়তে শুরু করবে, আপনাকে তত বেশী অর্থ দিতে হবে বেসিক প্ল্যানের থেকে। পেমেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যয় বৃদ্ধির জন্য। পেমেন্টের জন্য শপিফাই এর নিজস্ব পেমেন্ট মেথড শপিফাই পেমেন্টস রয়েছে যেটা ব্যবহার করে লেনদেন করলে করলে প্রতিটি লেনদেনের জন্য আপনাকে বিক্রির অর্থ থেকে ২.৯%+৩০ সেন্ট দিতে হবে।

« Back